ওয়েবডিজাইন এন্ড ডেভেলপমেন্ট

ওয়েব ডেভেলপমেন্ট দুটি ধাপে বিভক্ত: ফ্রন্ট এন্ড এবং ব্যাকএন্ড ডেভেলপমেন্ট। ফ্রন্ট-এন্ড ডেভেলপাররা ওয়েবসাইট তৈরির জন্য একটি ওয়েবসাইটের ভিজ্যুয়াল ডিজাইন এবং কোড নিয়ে কাজ করে। ফ্রন্ট এন্ড ডেভেলপার এইচটিএমএল ব্যবহার করে ওয়েবসাইটের কাঠামো তৈরি করে, তারপর সিএসএস ব্যবহার করে লেআউট পরিবর্তন করে এবং মাঝে মাঝে জাভাস্ক্রিপ্ট। এছাড়া ব্যাকএন্ড ডেভেলপাররা আরো জটিল চ্যালেঞ্জের জন্য দায়ী। তারা APIs (অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস), CGI স্ক্রিপ্ট এবং মাঝে মাঝে PHP এর মতো স্ক্রিপ্টিং ভাষা ব্যবহার করে। তাদের প্রাথমিক আগ্রহ হল তাদের ওয়েবসাইট পরিচালনা করা।

সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং ডিজাইন কোর্সের স্নাতকদের জন্য সম্ভাব্য কাজের বিকল্পগুলির একটি তালিকা নিচে দেওয়া হল। কোর্স শেষ করে এবং সমস্ত প্রকল্পের কাজ শেষ করে, শিক্ষার্থীরা একটি শক্ত পোর্টফোলিও তৈরি করতে পারে এবং খোলা অবস্থানের জন্য আবেদন করতে পারে। এটি দেশীয় এবং আন্তর্জাতিক উভয় বাজারেই সম্ভব। এবং শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহায়তা, দিকনির্দেশনা এবং সাজগোজ সেশন প্রদানের জন্য আমাদের জব প্লেসমেন্ট সেল হাতে থাকবে। ফলস্বরূপ, এটি তাদের আত্মবিশ্বাস অর্জন এবং ডিজিটাল ক্ষেত্রে উন্নতিতে সহায়তা করবে। নিম্নলিখিত সুযোগ বিদ্যমান:

#.Web Application Developer #.Web Developer #.Backend Developer #.Backend Engineer

Read more

ডিজিটাল মার্কেটিং

ইন্টারনেট কানেক্টিভিটি ব্যবহার করে অনলাইনে পণ্য দ্রব্য ও সেবা সামগ্রী ক্রয় বিক্রয়কে ই-কমার্স বলে। আর যেসব উপায়ে পণ্যদ্রব্য সেবা সামগ্রী ক্রয়-বিক্রয় করা হয় সেসব উপায় কে বলা হয় ডিজিটাল মার্কেটিং।

লিফলেট, ব্যানার কিংবা ফেস্টুনের যুগ শেষ হয়ে এখন বর্তমান যুগ হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর। এনালগ মার্কেটিং থেকে ১০ গুণ বেশি কম খরচে দীর্ঘস্থায়ী প্রচারণার সুযোগ পাওয়া যাচ্ছে অনলাইন মার্কেটিং এর মাধ্যমে। বর্তমান সময়ে যারা এনালগ মার্কেটিং করে সফলতা পাচ্ছেন না তারাও ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছেছে।

এক কথায় ডিজিটাল মার্কেটিং হল ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে অর্থাৎ ই-কমার্স পদ্ধতিতে পণ্য বা ব্র্যান্ডের প্রচার। ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্র সমূহ যেমন: ওয়েবসাইট সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও) ইমেইল মার্কেটিং ইন্টারনেট ভিডিও মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং (Facebook, Twitter, Instagram, Linkedin, Reddit, Pinterest etc.), পে-পার-ক্লিক (PPC), মোবাইল মার্কেটিং(SMS, MMS, etc.)ইত্যাদির মাধ্যমে নিজস্ব কোন ব্রান্ডের পরিচিতি অর্জন এবং প্রচার প্রচারণা।

যারা ভাবছেন পড়াশোনা কিংবা চাকুরীর পাশাপাশি অনলাইনে নিজেদের ক্যারিয়ার করবেন তাদের জন্য ডিজিটাল মার্কেটিং একটি অন্যতম ক্যারিয়ার গড়ার উপায় বা মাধ্যম। আপনি যদি ভাল ভবিষ্যতের আশা করেন তবে শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং করি আপনি নিজেকে স্বাবলম্বী করতে সক্ষম হবেন। আর আপনাকে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে দিতেই আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান Best Luck IT।

Read more

কম্পিউটার অপারেটর এবং আইটি স্পেশালিস্ট

বর্তমান সময়ে যবে চান্স মিস হওয়ার ৭৫% কারণ হল শুধুমাত্র কম্পিউটার না জানা। ফলাফল ভাল হওয়ার পরেও কম্পিউটার জ্ঞান না থাকায় জব চান্স মিস হচ্ছে। তাই যাদের ভাল ফলাফলের পাশাপাশি কম্পিউটারে ভালো দক্ষতা রয়েছে তারা এগিয়ে রয়েছেন অন্যদের তুলনায়।

আমাদের দেশের প্রতিটি জব সেক্টর ইই প্রয়োজন হয় একাধিক কম্পিউটার অপারেটর এবং আইটি স্পেশালিস্ট এর। যারা কম্পিউটার জানেন না তারাও আমাদের এই কোর্স সম্পন্ন করে যে কোন প্রতিষ্ঠান কিংবা কোম্পানিতে আইটি স্পেশালিস্ট ও কম্পিউটার অপারেটর পদে জব করতে সক্ষম হবেন।

প্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে কম্পিউটার বেসিক জানা অত্যন্ত জরুরী এবং গুরুত্বপূর্ণ। কেননা, বর্তমান সময়ে যে কোন প্রতিষ্ঠানে জব করতে গেলে কম্পিউটার বেসিক জানা আবশ্যক। আমাদের কোর্স করে আপনি কম্পিউটার বেসিক সম্বন্ধে পূর্ণাঙ্গ ধারণা লাভ করার পাশাপাশি বাংলা ও ইংরেজিতে কিভাবে দ্রুত টাইপ করবেন তার সম্বন্ধে জানতে পারবেন। যারা বেসিক থেকে এডভান্স লেভেল পর্যন্ত কম্পিউটার জানতে ও শিখতে চান তাদের জন্যই আমাদের এই কোর্স। তবে কমপক্ষে এসএসসি পাস থাকা আবশ্যক।

Read more

ইথিক্যাল হ্যাকিং

পৃথিবীতে যা কিছু রয়েছে তারই ভালো-মন্দ দুইটা দিক রয়েছে। যদি কারো কাছে বন্দুক থাকে তবে সে যে অপরাধী এমন কোন কথা নেই, কারণ সে নিজেকে আত্মরক্ষার জন্য বন্দুক রাখতে পারেন। ঠিক তেমনি ইথিক্যাল হ্যাকিং মানে খারাপ কোন হ্যাকিং নয় বরং ইথিক্যাল হ্যাকিং মানে হল নৈতিক হ্যাকিং।

হ্যাকিং প্রধানত ৩ প্রকার। যেমন: হোয়াইট হ্যাট হ্যাকার বা ইথিক্যাল হ্যাকার, ব্ল্যাক হ্যাট হ্যাকার বা ম্যালিসিয়াস হ্যাকার এবং গ্রে হ্যাট হ্যাকার। আমরা প্রায়শই দেখতে পাই আমাদের ফেসবুক কিংবা বিভিন্ন প্রাইভেট বিষয়গুলো হ্যাকারদের দখলে চলে যায় জানিয়ে তারা মানুষকে ব্ল্যাকমেইল করে থাকে তাকে বলা হয় ব্ল্যাক হ্যাট হ্যাকার বা হ্যাকিং। অপরদিকে এসব হ্যাকিং বন্ধ করার জন্য কিংবা ক্ষতি থেকে রক্ষা পাওয়ার জন্য প্রয়োজন হয় ইথিক্যাল হ্যাকিং এর।

ইথিক্যাল হ্যাকারদের সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ বলা যায়। বর্তমান সময়ে বাংলাদেশের সরকারি-বেসরকারিভাবে সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ নিয়োগ চলছে। বর্তমান সময়ে হ্যাকারদের প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে। বর্তমান সময়ে দেখা যায় অনেক ফ্রিল্যান্সাররা নিজের ক্যারিয়ার গড়ার জন্য বেছে নিচ্ছেন ইথিক্যাল হ্যাকিং কে। আমরা বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেসগুলোতে গেলে দেখতে পারবো ইথিক্যাল হ্যাকার দের প্রচুর চাহিদা রয়েছে এবং সেখানে সাইবার নিরাপত্তা দেওয়ার কাজে নিয়োজিত রয়েছে অনেক ইথিক্যাল হ্যাকার।

যারা ইথিক্যাল হ্যাকিং এর মাধ্যমে সাইবার সিকিউরিটি দিয়ে নিজেদেরকে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে স্বাবলম্বী করে তুলেছে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের ভূমিকা এবং প্রয়োজনীয়তা অপরিহার্য। এসব ছাড়াও নিজেকে নিরাপদ কিংবা নিজের ব্যক্তিগত তথ্যের সুরক্ষার জন্য আপনি ইতিকাল হ্যাকিং কোর্সটি করতে পারেন। কারণ এটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

Read more

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন(SEO)

Google, Yahoo, Bing, Baidu, আমরা এগুলোর নাম শুনেছি, এগুলো হলো সার্চ ইঞ্জিন।আমরা যে সকল ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন তথ্য খুঁজে বের করি তাকে বলা হয় সার্চ ইঞ্জিন।

এসইও এর পুরো নাম হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমরা গুগলে গিয়ে বিভিন্ন তথ্য খোঁজ করার ফলে আমরা দেখতে পাই যে আমাদের কাছে প্রথম দশটি ওয়েবসাইট শো করে গুগলের প্রথম পেইজে। এগুলো কি শুধু শুধু আপনি আপনি আসে? না এগুলো গুগলের প্রথম সার্চ পেজে পেতে হলে যে কাজটি করতে হয় সেটি হলো এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন।

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি ডিজিটাল মার্কেটিং এর মায়ের সাথে তুলনা করা হয়। তাদের কাছে web-development কিংবা ডিজাইন অন্যান্য কোষগুলোকে জটিল মনে হয় কিন্তু অল্প সময়ের ভিতর মোটামুটি ভালো লেভেলের আর্ন করতে চান তাদের জন্য সবথেকে বেস্ট হল এসইও অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন।

আমাদের এই কোর্স করার ফলে আপনি একজন নিজেকে প্রফেশনাল এসইও এক্সপার্ট হিসেবে বিভিন্ন মার্কেটপ্লেসে কাজ করে টপ রেটেড অ্যানসার হিসেবে নিজের ক্যারিয়ার করতে পারবেন। যারা মোটামুটি এসইও সম্বন্ধে ধারণা রাখেন কিংবা যাদের মোটামুটি চেয়ে সম্বন্ধে ধারণা রয়েছে তারা আমাদের এই কোর্স করে অ্যাডভান্স লেভেলের এসইও এক্সপার্ট হতে পারবেন।

Read more

অ্যাফিলিয়েট মার্কেটিং

আমরা অ্যামাজন কিংবা আলী বাবার নাম শুনেছি। এগুলো বড় বড় ই কমার্স সাইট। এসব সাইটে বিভিন্ন ব্যক্তি কাজ করে অ্যাফিলিয়েটের ভিত্তিতে।

অ্যাফিলিয়েট মার্কেটিং হল বিভিন্ন কোম্পানির বা প্রতিষ্ঠান প্রডাক্ট প্রমোশন। যেমন আপনাকে আপনার বন্ধু জিজ্ঞেস করল সে একটি মোবাইল কিনতে চাই এজন্য কোন ব্রান্ডের মোবাইলটা তার জন্য বেশি উপযুক্ত কিংবা ভালো। যদি আপনার কোন পরিচিত দোকান কিংবা পরিচিত প্রতিষ্ঠান থাকে আপনি অবশ্যই তাকে সাজেস্ট করবেন সেই কোম্পানির ফোন কেনার জন্য। আপনার বন্ধু সেই প্রতিষ্ঠান থেকে ফোন কেনার ফলে প্রতিষ্ঠান আপনার প্রতি খুশি হয়ে আপনাকে কিছু সম্মানী দিল। এটাই হলো অ্যাফিলিয়েট মার্কেটিং।

আমরা প্রথমে আমাজন আলিবাবা ইবে এসব প্রতিষ্ঠানের নাম শুনেছি এসব প্রতিষ্ঠান তাদের প্রোডাক্ট প্রমোশনের জন্য কিংবা বড় বড় ওয়েব হোস্টিং ডোমেইন হোস্টিং সাইট গুলো নিজেদের প্রমোশনের জন্য অ্যাফিলিয়েট করে থাকে। আপনার এফিলিয়েট লিংক থেকে ঢুকে যদি কেউ কোন প্রোডাক্ট ক্রয় করে, তার বিনিময়ে আপনাকে নির্দিষ্ট পরিমাণে একটি কমিশন দিয়ে থাকে কোম্পানিগুলো। আপনি যদি প্রতিদিন ১০০ প্রোডাক্ট রিকমেন্ড করেন তাহলে সেখান থেকে দেখবেন মিনিমাম দশটা প্রোডাক্ট সেল হবে। প্রতি প্রোডাক্ট থেকে আপনি যদি ৫ ডলারের কমিশন পান তাহলে আপনার প্রতিদিনের ইনকাম হবে ৫০ ডলার।

বিশ্বের সকল প্রতিষ্ঠানগুলো এই এখন অ্যাফিলিয়েট মার্কেটারদের উপর নির্ভরশীল ।তাই আপনি আমাদের কোর্স করে নিজেকে অ্যাফিলিয়েট মার্কেটার হিসেবে গড়ে তুলে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান অ্যাফিলিয়েট করে আপনার ক্যারিয়ার করতে পারেন। শুধুমাত্র অ্যাফিলিয়েট মার্কেটিং করে আপনি নিজেকে একজন টপরেটেড ফ্রিল্যান্সার হিসেবে পরিচিতি লাভ করাতে পারেন। আমাদের কোর্স করার ফলে আপনি একজন প্রফেশনাল অ্যাফিলিয়েট মার্কেটার হিসেবে নিজেকে বিভিন্ন মার্কেটপ্লেসে উপস্থাপন করতে পারবেন।

Read more

গ্রাফিক্স ডিজাইন

বর্তমানে বাংলাদেশের যত ফ্রিল্যান্সার রয়েছে তাদের মধ্যে অধিকাংশই গ্রাফিক্স ডিজাইনার। গ্রাফিক ডিজাইনাররা তাদের মনের রূপরেখা কে বাস্তবে প্রকাশ করে থাকে এই পেশার মাধ্যমে। যেকোনো প্রতিষ্ঠানের লোগো ডিজাইন থেকে শুরু করে যত ধরনের পিকচার এনিমেশন ব্যবহার করা সবগুলোই গ্রাফিক্স ডিজাইন এর অন্তর্ভুক্ত। গ্রাফিক ডিজাইন হল এমন একটি নৈপুণ্য যেখানে পেশাদাররা বার্তা যোগাযোগের জন্য ভিজ্যুয়াল সামগ্রী তৈরি করে। ভিজ্যুয়াল শ্রেণিবিন্যাস এবং পৃষ্ঠা বিন্যাস কৌশল প্রয়োগ করে, ডিজাইনাররা ব্যবহারকারীদের নির্দিষ্ট চাহিদা মেটাতে টাইপোগ্রাফি এবং ছবি ব্যবহার করে এবং ব্যবহারকারীর অভিজ্ঞতাকে অপ্টিমাইজ করতে ইন্টারেক্টিভ ডিজাইনে উপাদানগুলি প্রদর্শনের যুক্তিতে ফোকাস করে। গ্রাফিক ডিজাইনের ৮টি মৌলিক ধরন হল:-

1.ভিজ্যুয়াল আইডেন্টিটি গ্রাফিক ডিজাইন
2.মার্কেটিং এবং বিজ্ঞাপন গ্রাফিক ডিজাইন
3.ইউজার ইন্টারফেস গ্রাফিক ডিজাইন
4.প্রকাশনা গ্রাফিক ডিজাইন
5.প্যাকেজিং গ্রাফিক ডিজাইন
6.মোশন গ্রাফিক ডিজাইন
7.পরিবেশগত গ্রাফিক ডিজাইন
8.গ্রাফিক ডিজাইনের জন্য আর্ট এবং ইলাস্ট্রেশন

Read more

অটোক্যাড 2D এবং 3D

AutoCAD® হল Autodesk-এর একটি কম্পিউটার-সহায়ক ডিজাইন (CAD) সফ্টওয়্যার যা স্থপতি, প্রকৌশলী এবং নির্মাণ পেশাদারদের সুনির্দিষ্ট 2D এবং 3D অঙ্কন তৈরি করার ক্ষমতা প্রদান করে। বৈশিষ্ট্য. খসড়া, টীকা, এবং 2D জ্যামিতি এবং 3D মডেলগুলি কঠিন, পৃষ্ঠতল এবং জালযুক্ত বস্তুর সাথে ডিজাইন করুন।

সিভিল ইঞ্জিনিয়ারদের সাথে এই পেশাটি ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। আমরা বিভিন্ন সময়ে বাড়ির নকশা কিংবা ডিজাইন করে থাকি সেগুলো AutoCAD এর মধ্যে অন্তর্ভুক্ত। AutoCAD 3d হল একটি শক্তিশালী CAD সফ্টওয়্যার প্রোগ্রাম, যা আর্কিটেকচারাল ডিজাইন এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য ব্যবহৃত হয়। এটিতে 2D চিত্রগুলি বজায় রাখার জন্য খুব সেরা টুল কিট এবং বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি রয়েছে।

Read more

ভিডিও এডিটিং এবং ইউটিউব মার্কেটিং

ভিডিও সম্পাদনা (Video Editing) একটি নতুন কাজ তৈরি করার জন্য ভিডিও শটগুলিকে ম্যানিপুলেট এবং পুনর্বিন্যাস করার প্রক্রিয়া। সম্পাদনা সাধারণত পোস্ট প্রোডাকশন প্রক্রিয়ার একটি অংশ হিসাবে বিবেচিত হয় — অন্যান্য পোস্ট-প্রোডাকশন কাজগুলির মধ্যে রয়েছে শিরোনাম, রঙ সংশোধন, শব্দ মিশ্রণ ইত্যাদি।

একটি ভিডিও সম্পাদনা করার অনেক কারণ রয়েছে এবং আপনার সম্পাদনা পদ্ধতি পছন্দসই ফলাফলের উপর নির্ভর করবে। আপনি শুরু করার আগে আপনাকে অবশ্যই আপনার সম্পাদনার লক্ষ্যগুলি স্পষ্টভাবে সংজ্ঞায়িত করতে হবে, যার মধ্যে নিম্নলিখিতগুলির যেকোনো একটি অন্তর্ভুক্ত থাকতে পারে:

**অবাঞ্ছিত ফুটেজ সরানো
**সেরা ফুটেজ চয়ন করা
**একটি প্রবাহ তৈরি করা
**প্রভাব, গ্রাফিক্স, সঙ্গীত, ইত্যাদি যোগ করা
**ভিডিওর স্টাইল, গতি বা মেজাজ পরিবর্তন করা
**ভিডিওটিকে একটি নির্দিষ্ট "কোণ" দেওয়া

ভিডিও এডিটিং এর মাধ্যমে আপনি ইউটিউব মার্কেটিং করে অর্থ উপার্জন করতে পারবেন । বাংলাদেশের অধিকাংশ যুবক তারা ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে যে আয় করছেন তার সিংহভাগই আসছে ইউটিউব মার্কেটিং থেকে।

Read more

কম্পিউটার হার্ডওয়্যার এবং নেটওয়ার্কিং

আমাদের কোর্সটি কম্পিউটার হার্ডওয়্যার এবং নেটওয়ার্কিং ক্ষেত্রে ব্যাপক জ্ঞান এবং অভিজ্ঞতা প্রদানের জন্য ডিজাইন করা হয়েছে। কম্পিউটার হার্ডওয়্যার, ওএস, নেটওয়ার্কের মৌলিক কাজগুলি কনফিগার, পর্যবেক্ষণ এবং সমস্যা সমাধানের জন্য তাদের প্রস্তুত করার জন্য পাঠ্যক্রমের মধ্যে তথ্য এবং অনুশীলন কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে।

হার্ডওয়্যার এবং নেটওয়ার্কিং ডোমেনের পেশাদাররা সাধারণত বিভিন্ন হার্ডওয়্যার উপাদান যেমন চিপস, কম্পিউটার সিস্টেম, মাদারবোর্ড, প্রসেসর, র‌্যাম, সার্কিট বোর্ড, মডেম, বাহ্যিক হার্ড ডিস্ক, প্রিন্টার এবং কীবোর্ড নিয়ে কাজ করে।

এ পেশার জন্য স্কিল অর্জনের মাধ্যমে বর্তমানে বাংলাদেশের অধিকাংশ যুবক বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরীর সুযোগ পাচ্ছে। তাই আপনিও ক্যারিয়ারের জন্য এমন পেশাটিকে বেছে নিতে পারেন।

Read more

ট্যালি সফটওয়্যার কোর্স

একটি ট্যালি কোর্স কি? একটি ট্যালি কোর্স সাধারণত 1-3 মাসব্যাপী একটি প্রোগ্রাম যেখানে আপনি সফ্টওয়্যারটি গভীরভাবে বুঝতে পারবেন এবং ইনভেন্টরি ম্যানেজমেন্ট, জিএসটি এবং টিডিএস গণনা, কোম্পানির বিবরণ পরিবর্তন করা ইত্যাদি সম্পর্কিত ধারণাগুলি শিখতে পারবেন।

ট্যালি কোর্স এর মাধ্যমে আপনি স্টকের এন্ট্রি তৈরি করতে পারেন। বর্তমানে মুদি দোকান থেকে শুরু করে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের আয় ব্যয় হিসাব সংক্রান্ত কাজের জন্য টালি সফটওয়্যার করছে অপরিহার্য। তাই এ কোর্সটি করার মাধ্যমে আপনি বিভিন্ন জায়গায় ব্যবসা প্রতিষ্ঠানে সেবা দেওয়ার মাধ্যমে ভালো ধরনের মুনাফা অর্জন করতে পারবেন।

Read more

HSC ICT

এইচএসসি আইসিটি ইন্টারমিডিয়েট এর জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিষয়টি যেমন পাঠ্যবইয়ের জন্য গুরুত্বপূর্ণ ঠিক তেমনি ভবিষ্যৎ জীবনের জন্য গুরুত্বপূর্ণ। কারণ বর্তমান যুগ হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ। বর্তমান চলমান বিশ্বের সাথে তালে তাল মিলিয়ে চলার জন্য তথ্য প্রযুক্তির কোন বিকল্প নেই। তাই শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফলের জন্য এবং ভবিষ্যৎ ক্যারিয়ার গড়ার জন্য আমাদের এই কোর্সটি শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা আধুনিক ল্যাবের মাধ্যমে শিক্ষার্থীদের মনোরম পরিবেশে আইসিটি বিষয়টি পাঠদান করে থাকি। আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি আমাদের প্রতিষ্ঠানে ভর্তির মাধ্যমে শিক্ষার্থীরা অনেক বেশি উপকৃত হবে।

এ পেশার জন্য স্কিল অর্জনের মাধ্যমে বর্তমানে বাংলাদেশের অধিকাংশ যুবক বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরীর সুযোগ পাচ্ছে। তাই আপনিও ক্যারিয়ারের জন্য এমন পেশাটিকে বেছে নিতে পারেন।

Read more